যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

প্রথম নিউজ, অনলাইন:    যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ’ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন। তার স্থলে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেন ট্রাম্প।
ঘোষণাটি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একটি পোস্ট করেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প জেনারেল চার্লস কিউ ব্রাউনকে ‘ভালো ভদ্রলোক’ ও ‘অসাধারণ নেতা’ হিসেবে উল্লেখ করেছেন।

এ ছাড়া ইঙ্গিত দিয়েছেন যে সামরিক বাহিনীর আরো কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে।
আমি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আরো পাঁচ উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করার নির্দেশনা তিনি দিয়েছেন এবং তা দ্রুত ঘোষণা করা হবে— সে কথাও বলেছেন ট্রাম্প।

ট্রাম্প গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করে তার সূচনা করেছেন তিনি।

সূত্র : বিবিসি