ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মা’কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল গ্রামের আব্দুর রাশিদের স্ত্রী আকলিমা বেগম (৫৫) গত মঙ্গলবার রাতে নিজ বসতঘরে ঘুমাচ্ছিলেন।
প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মা’কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে ওই ঘটনাটি ঘটে। এ ঘটনায় কুড়ালসহ ছেলেকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল গ্রামের আব্দুর রাশিদের স্ত্রী আকলিমা বেগম (৫৫) গত মঙ্গলবার রাতে নিজ বসতঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় ছেলে রকিবুল ইসলাম (২৮) রাত ১২টার দিকে কুড়াল নিয়ে ওই ঘরে প্রবেশ করে নিজের মায়ের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এ অবস্থায় আকলিমার চিৎকারে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান তার অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়রা রকিবুল ইসলাম মানসিক ভারসাম্যহীন বলে জানান।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, ঘটনার পর ব্যবহৃত কুড়াল হাতে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন রকিবুল ইসলাম। খবর পেয়ে তাকে আটক করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: