মোহাম্মদপুরে গণছিনতাই, ৯ ছিনতাইকারী গ্রেফতার
রোববার সন্ধ্যায় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় গণছিনতাইয়ের ঘটনায় ৯ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- আকাশ (১৯), নয়ন (১৯), সজল ইসলাম (২০), আবু কালাম (২১), আরিফ (১৯), সজিব (১৯), কবির (২৩), নাসির (১৯) ও সুজন (২০)।
জানা গেছে, গ্রেফতার ছিনতাইকারীরা পেশায় বাসের সহযোগী, লেগুনা ও অটোরিকশাচালক এবং রাজমিস্ত্রি। পাশাপাশি এলাকাজুড়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউন দিয়ে মারামারি এবং ছিনতাই করে থাকে তারা। এছাড়াও তারা বসিলা ফিউচার হাউজিং, চলিশ ফিট, চাঁদ উদ্যান ও নবীনগর হাউজিং এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ভূঞা জানান, গণছিনতাইয়ের ঘটনায় মামলা হলে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয় সদস্যকে গ্রেফতার করেছি।