মিরসরাইয়ে ঝরনার খাদে প্রাণ গেল দুই কিশোরের
রোববার (২ জুলাই) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি ঝরনার খাদে পড়ে দুই কিশোর মারা গেছেন। তারা হলেন- আফসার (১৫) ও আরিফ (১৮)।
রোববার (২ জুলাই) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, রোববার সকালে নগরের আকবর শাহ থানা এলাকা থেকে ৯ জনের একটি টিম মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের রূপসী ঝরনায় বেড়াতে যায়। সেখানে তারা গোসল করেন। বিকেলে ফেরার সময় দেখা যায় তাদের মধ্যে দুইজন নিখোঁজ। তাৎক্ষণিকভাবে বিষয়টি জাতীয় জরুরি সেবার নম্বরে কল করে জানানো হয়। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে এবং রাতের দিকে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করে।
মিরসরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ঝরনার কূপের মতো একটি অংশে দুজন তলিয়ে গিয়েছিল। কূপটির প্রায় ১৫ ফিট নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।