ম্যানইউকে জিতিয়ে রুনির রেকর্ড স্পর্শ রাশফোর্ডের

দুঃসময় পেছনে ঠেলে জয়ে ফিরেছে ইউনাইটেড। বুধবার রাতে ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লীগের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারায় এরিক টেন হাগের দল।

ম্যানইউকে জিতিয়ে রুনির রেকর্ড স্পর্শ রাশফোর্ডের
ম্যানইউকে জিতিয়ে রুনির রেকর্ড স্পর্শ রাশফোর্ডের

প্রথম নিউজ, খেলা ডেস্ক: সময়টা ভালো যাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লীগে টানা তিন ম্যাচ সাফল্য পায়নি রেড ডেভিলরা। দুঃসময় পেছনে ঠেলে জয়ে ফিরেছে ইউনাইটেড। বুধবার রাতে ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লীগের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারায় এরিক টেন হাগের দল। জয়সূচক একমাত্র গোলটি করে ইউনাইটেড কিংবদন্তি ওয়েন রুনির একটি রেকর্ড স্পর্শ করেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে ব্রেন্টফোর্ডকে চাপে রাখে ম্যানচেস্টার ইউনাইটেড। বল দখলে একচেটিয়া আধিপত্য ধরে রেখে ২১তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে স্বাগতিকদের। তবে বক্সের মুখ থেকে স্কট ম্যাকটমিনের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ২৭তম মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় ম্যানইউ। বক্সের বাইরে থেকে অ্যান্টোনির নেয়া ক্রসে মার্সেল সাবিৎজার হেডে রাশফোর্ডকে খুঁজে নেন। আর ছয় গজ বক্সের বাইরে থেকে হাফ ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড।