'মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আঁধার দূর করুন' -কাদের
মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আাঁধার দূর করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
প্রথম নিউজ, ঢাকা : মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আাঁধার দূর করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলুন নিজেকে, সমাজ ও দেশকে।
তিনি মঙ্গলবার সকালে তার বাসভবনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
করোনা সংকটে সবাইকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ন্ত্রণে এলেও নির্মূল হয়নি।
দলমত নির্বিশেষে করোনা সংকট উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। তিনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে ঈদ উদযাপন করে রাজনৈতিক দলমতের উর্ধ্বে উঠে অভিন্ন শত্রু করোনাকে প্রতিরোধ করারও আহবান জানান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews