মাদারীপুরে ছাত্রলীগ নেতাকে এলোপাতাড়ি কোপাল দুর্বৃত্তরা

শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঝাউদিগিরি এলাকায় এ ঘটনা ঘটে।

মাদারীপুরে ছাত্রলীগ নেতাকে এলোপাতাড়ি কোপাল দুর্বৃত্তরা

প্রথম নিউজ, মাদারীপুর: মাদারীপুরে সাবেক এক ছাত্রলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঝাউদিগিরি এলাকায় এ ঘটনা ঘটে। আহত তুহিন দর্জি (৩৪) মাদারীপুর মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে। 

পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মাদারীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তুহিন দর্জি তার বন্ধু শিমুল সরদারকে নিয়ে মোটরসাইকেলযোগে ঝাউদিতে ব্যক্তিগত কাজে যান। কাজ শেষে ফেরার পথে ঝাউদিগিরি এলাকায় এলে মোটরসাইকেল থামিয়ে তুহিন ও শিমুলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। 

শিমুল কৌশলে পালিয়ে গেলেও এলোপাতাড়ি কুপিয়ে তুহিনকে জখম করা হয়। তুহিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে বলে দাবি স্বজনদের। গুরুতর অবস্থায় স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। 

তুহিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।