মাদককাণ্ডে জামিনে মুক্ত শক্তি কাপুরের ছেলে
মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল প্রবীণ অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরকে
প্রথম নিউজ, ডেস্ক : মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল প্রবীণ অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরকে। সোমবার রাতে তিনিসহ ওই ঘটনায় গ্রেপ্তার পাঁচজন মুক্তি পান বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ।
বেঙ্গালুরু সিটি পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) ভীমশঙ্কর এস গুলেদ বলেন, সিদ্ধান্ত কাপুরসহ পাঁচজনকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। তবে পুলিশ ডাকলে তাদের থানায় উপস্থিত হতে হবে।
শহরের একটি পার্টি থেকে রোববার রাতে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদে পুলিশ শহরের এমজি রোডের একটি হোটেলে অভিযান চালায়। সেখানে একটি পার্টির আয়োজন করা হয়েছিল।
এর আগে ২০২০ সালে সুশান্ত সিং রাজপুত মৃত্যুর মামলায় যে কজন তারকাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো জিজ্ঞাসাবাদ করেছিল, তাদের মধ্যে শ্রদ্ধা কাপুরও ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews