মতিঝিলে ৪৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর মতিঝিল এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব

 মতিঝিলে ৪৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
 মতিঝিলে ৪৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মতিঝিল এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৪৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি পিকআপ, নগদ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।

শনিবার (১৪ জানুয়ারি) র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (১৩ জানুয়ারি) গভীর রাতে মতিঝিল থানাধীন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের মূলহোতা রাকিবুল হাসান ইমনকে (২৩) গ্রেফতার করা হয়।

এই র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতার ইমন মাদক করাবারের বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ পিকআপে গাঁজার চালান বহন করে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: