মেট্রোরেল টঙ্গী পর্যন্ত বর্ধিত করতে যাচ্ছে ডিএমটিসিএল
শুক্রবার (১০ মে) বিষয়টি জানিয়েছেন ডিএমটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর সবচেয়ে দ্রুতগামী ও বিদ্যুৎচালিত গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেল সেবা টঙ্গী পর্যন্ত বর্ধিত করতে যাচ্ছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রোরেলের এমআরটি লাইন-৬ কে টঙ্গী পর্যন্ত নেওয়া হবে। ফলে উত্তরার সঙ্গে এবার টঙ্গীবাসীও মেট্রোরেল ভ্রমণ করতে পারবেন। যদিও বর্ধিত অংশটি আশুলিয়াকে সংযুক্ত করার কথা ছিল। ফলে আপাতত এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আশুলিয়াবাসী। শুক্রবার (১০ মে) বিষয়টি জানিয়েছেন ডিএমটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।
এমএএন ছিদ্দিক বলেন, সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রোরেল যাওয়ার কথা। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী, টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন। এমআরটি লাইন-৬ নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে। এরই মধ্যে বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।