মুগদা হাসপাতালের সামনে থেকে নারীর মরদেহ উদ্ধার

 মুগদা হাসপাতালের সামনে থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মুগদা হাসপাতালের সামনে রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুগদা থানার কনস্টেবল জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা থেকে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী এলাকাতেই থাকতেন এবং ওই এলাকাতেই ঘুমাতেন। অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা
Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। আঙুলের ছাপের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।