মেক্সিকোতে ট্রাক-গাড়ির সংঘর্ষে নিহত ১৯
কার্গো ট্রাকের সঙ্গে বেশ কিছু যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটলে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়
প্রথম নিউজ, ডেস্ক : মেক্সিকোতে একটি কার্গো ট্রাকের সঙ্গে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষে ১৯ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। দেশটির মেক্সিকো সিটি এবং কেন্দ্রীয় পুয়েবলা শহরকে যুক্ত করা একটি হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
কার্গো ট্রাকের সঙ্গে বেশ কিছু যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটলে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
ফেডারেল হাইওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাকটি টোল বুথ পার হয়ে যাওয়ার সময় ছয়টি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ১৯ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন।
এক বিবৃতিতে জানানো হয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে ফেডারেল হাইওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে ফেলার কাজ চলছে। এরই মধ্যে ওই হাইওয়েতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
১১০ কিলোমিটারের (৬৮ মাইল) ওই হাইওয়ে দিয়ে প্রচুর পরিমাণে কার্গো ট্রাক এবং অন্যান্য যানবাহন চলাচল করে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: