মুক্তিপণের দাবিতে ব্যবসায়ীকে জিম্মি : মূলহোতাসহ গ্রেপ্তার ২
রাজধানীর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে আটকে রেখে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে আটকে রেখে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৩০ মে) কদমতলী থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় জিম্মি বিপ্লবকে (২৬) উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, রোববার (২৮ মে) কদমতলীর মুরাদপুর এলাকায় একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের পাশে টিনশেড ঘরে বিপ্লবের (২৬) সঙ্গে তার ঠিকাদার বন্ধু হাসানুল ইসলাম স্বপন (২৭) দেখা করতে আসেন।
স্বপন ও বিপ্লবের মধ্যে আলোচনার একপর্যায়ে রজব আলী, নাজিম উদ্দিন, ইব্রাহিম (২০), আব্দুল জলিল (৪৫) ও রিপন (২৫) নামে কয়েককন সেখানে প্রবেশ করেন। পরে তারা স্বপন ও বিপ্লবকে জিম্মি করে ধারালো অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে মারধর করেন। সেসময় তারা স্বপনের কাছে থাকা সাড়ে ১২ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন।
পরবর্তী সময়ে আরও ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করলে বিপ্লব আরও ৯০০ টাকা সংগ্রহ করে দেন। বাকি টাকার জন্য বিপ্লবকে জিম্মি রেখে স্বপনকে ছেড়ে দেওয়া হয়।
পরদিন অর্থাৎ গতকাল (মঙ্গলবার) স্বপনকে ফোন করে বাকি টাকা দিয়ে তার বন্ধু বিপ্লবকে ছাড়িয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন জিম্মিকারীরা। টাকা না দিলে বিপ্লবকে হত্যার হুমকি দেন তারা।
স্বপন নিরুপায় হয়ে তার বন্ধু বিপ্লবকে উদ্ধারে র্যাব-১০ বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত রজব ও নাজিমকে গ্রেপ্তার করেন র্যাব-১০ এর সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার দুজন। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।