ভালুকায় জবর দখল হওয়া প্রায় ৫একর বন ভুমি উদ্ধার

ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫একর

ভালুকায় জবর দখল হওয়া  প্রায় ৫একর বন ভুমি উদ্ধার
উদ্ধার অভিযান

প্রথম নিউজ,  রফিকুল ইসলাম রফিক, ভালুকা: ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫একর বনভুমি উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। যার বাজার মুল্য প্রায় ৩০ কোটি টাকা। গেল ক’দিন ধরে জনৈক বেলাল ফকিরের নেতৃত্বে জায়গাটিতে সীমানা প্রাচীর নির্মান শুরু করলে আদালতের আশ্রয় নেয় বন বিভাগ।

 বিজ্ঞ আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে এ উদ্ধার অভিযান পরিচালনা করে বন বিভাগ। উদ্ধার অভিযানে সহায়তা করে উপজেলা প্রশাসন ও মডেল থানা পুলিশ। তবে বেলাল ফকির স্থানীয় গনমাধ্যম কর্মীদের কাছে দাবী করেন জায়গাটি তার পৈতৃক সম্পত্তি। 

অপর দিকে বন বিভাগের দাবী স্থানীয় প্রশাসন ও আদালতের সাথে প্রতারনা করে জায়গাটির ভুয়া চৌহদি দেখিয়ে জবর দখল পুর্বক সীমানা প্রাচীর নির্মান শুরু করে বেলাল ফকির। অভিযানে অংশ নেন সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল বাকী,সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোঃ মহিউদ্দিন,সংশ্লিষ্ঠ বিট অফিসার দেওয়ান আলীসহ অন্যরা। অভিযানে ভালুকা মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।