ভারতে বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু রুশ আইনপ্রণেতার

নিজের হোটেল রুম থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তিনি।

ভারতে বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু রুশ আইনপ্রণেতার
ভারতে বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু রুশ আইনপ্রণেতার

প্রথম নিউজ, অনলাইন ডেস্কভারতে বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মারা গেছেন এক রুশ আইনপ্রণেতা। নিজের হোটেল রুম থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তিনি। পাভেল আন্তরভ নামের ওই রুশ আইনপ্রণেতা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠিন সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। এ বছর পুতিনের বেশ কয়েকজন বড় সমালোচক আত্মহত্যা করে মারা গেছেন। তবে সমালোচকরা অভিযোগ করছেন যে, আত্মহত্যা নয়, বরঞ্চ রুশ গোয়েন্দা সংস্থাই তাদের হত্যা করেছে। তবে এবার রাশিয়ার অভ্যন্তরে নয়, সুদূর ভারতের ওড়িশা রাজ্যে বেড়াতে এসে আত্মহত্যা করেছেন পাভেল। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাভেল কীভাবে হোটেল থেকে তিনি পড়ে গেলেন, তার কোনো কূলকিনারা পাওয়া যাচ্ছে না। নিজের ৬৬তম জন্মদিন উপলক্ষে ওড়িশার রায়গড় অঞ্চলে ছুটিতে কাটাতে গিয়েছিলেন পাভেল। সেখানকারই এক হোটেল থেকে পড়ে গিয়ে এই মর্মান্তিক পরিণতি হল তার।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, পাভেল নিজেই জানালা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কলকাতায় নিযুক্ত রাশিয়ার কনসাল জেনারেল অ্যালেক্সি ইদামকিন রুশ সংবাদসংস্থা তাসকে জানিয়েছেন, পাভেল হয়ত জানালা থেকে পড়ে গিয়েছেন। পুলিশ এই মৃত্যুর নেপথ্যে কোনও অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি। আমরা তদন্তের গতিবিধি পর্যবেক্ষণ করছি এবং ওড়িশা পুলিশের সঙ্গেও নিয়মিত যোগাযোগ হচ্ছে। পাভেল আনতভ রাশিয়ার একজন সফল ব্যবসায়ীও। ২০১৮ সালে মার্কিন সাময়িকী ফোর্বসের করা রাশিয়ার ১০০ জন শীর্ষ ধনী সরকারি কর্মকর্তার তালিকায় ছিলেন তিনি। সে বছর তার মোট আয় ছিল ১৪ কোটি ডলার।

এদিকে পাভেলের মৃত্যুর দুই দিন আগেই তার সঙ্গে ভারতে আসা তার বন্ধু ভ্লাদিমির বুদানভেরও মৃত্যু হয়েছে। ৬১ বছর বয়সি ভ্লাদিমির বুদানভের মৃত্যু হয়েছিল গত বৃহস্পতিবার। দাবি করা হয়, বুদনভ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। পাভেল আগে থেকেই পুতিন বিরোধী হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধের বিরোধিতায় সম্প্রচতি একটি ব্লগও লিখেছিলেন পাভেল। যদিও পড়ে চাপের মুখে পড়ে তিনি তার ব্লগ সরিয়ে দেন এবং অবস্থান বদলের ঘোষণা করেন। ব্লগে ইউক্রেন যুদ্ধকে রুশ 'সন্ত্রাস' বলে আখ্যা দিয়েছিলেন পাভেল।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom