ভাড়ার জন্য বৃদ্ধের কাপড় খুলে নিল চালক

গত শনিবার সকাল ৯টায় লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারের চৌরাস্তা মোড়ে ঘটনাটি ঘটে।

ভাড়ার জন্য বৃদ্ধের কাপড় খুলে নিল চালক

প্রথম নিউজ. বান্দরবান: বান্দরবানের লামায় ভাড়া দিতে না পারায় আশি ঊর্ধ্ব বৃদ্ধ রহমত আলির গায়ের পাঞ্জাবি খুলে নিল সিএনজিচালক মো. আজিজ (৫০)। গত শনিবার সকাল ৯টায় উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারের চৌরাস্তা মোড়ে ঘটনাটি ঘটে। এরপর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। অভিযুক্ত চালক আজিজ পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার আমিরাবাদ কেন্দ্রীয় মসজিদের পেছনের বটতলী এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

জানা যায়, রহমত আলির বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। ছোট মেয়েটিকে সরই ইউপির আন্ধারি ইরাকি বাগান এলাকায় বিয়ে দেন। মেয়েকে দেখতে একাই বাড়ি থেকে বের হয়ে লোহাগাড়া হয়ে সিএনজি করে সরই কেয়াজুপাড়া বাজারে পৌঁছালে চালক তার কাছে ভাড়া চায়। কিন্তু বৃদ্ধের কাছে টাকা না থাকায় ক্ষিপ্ত হয়ে চালক তার গায়ের পাঞ্জাবি খুলে নেয়। এতেও ক্ষান্ত না হয়ে পরনের পায়জামা খুলতে বলেন আজিজ। পরে অবস্থা দেখে পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাইকচালক মো. সাকিব (২২) ও অপর আরেক ব্যক্তি নিজের পকেট থেকে ভাড়া দিয়ে বৃদ্ধের সম্মান রক্ষায় এগিয়ে আসেন।

জানতে চাইলে সিএনজিচালক আজিজ বলেন, সকালে প্রথম টিপ ভাড়া নিয়ে গেলাম। ওই বৃদ্ধ ভাড়ার টাকা নেই আগে বলেনি। তাই নিজেকে সংযত রাখতে পারিনি। লোহাগাড়া উপজেলার অটোরিকশা সিএনজিচালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. রাসেল বলেন, ফেসবুকে ভিডিও দেখার পর বিষয়টি জানতে পারি। সামান্য টাকার জন্য বৃদ্ধ লোকটিকে এভাবে অপমান করা ঠিক হয়নি।

কেয়াজুপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সেলিম বলেন, সিএনজিচালকের বিচার হওয়া দরকার। তার উপযুক্ত বিচার না হলে তাকে এই রোডে গাড়ি চালাতে দেওয়া হবে না। এ বিষয়ে সরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানি বলেন, ভিডিওটি দেখেছি এবং ঘটনাটি অনেকে জানিয়েছে। সিএনজিচালক সমিতির নেতাদের সঙ্গে বসে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়ার পরপরই লোহাগাড়া থেকে সরই কেয়াজুপাড়া বাজারের সিএনজি ভাড়া নিয়ে প্রশ্ন তুলে জনসাধারণ। ১৬ কিলোমিটার সড়কে প্রতিজন যাত্রীকে দিতে হয় ৯০ টাকা ভাড়া যা অনেক বেশি বলে দাবি করেন যাত্রীরা।