ভোট বর্জনের পক্ষে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের লিফলেট বিতরণ 

ভোট বর্জনের পক্ষে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের লিফলেট বিতরণ 

প্রথম নিউজ, ঢাকা : ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে ও স্টিকার লাগিয়েছেন বিএনপির দুই অঙ্গ-সংগঠন স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ (বুধবার) সকাল থেকে রাজধানীর পৃথক-পৃথক স্থানে তারা এই কার্যক্রম চালায়।

একতরফা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, শেরে-বাংলা, পল্লবী ও রূপনগর এলাকায় বিভিন্ন স্থাপনায় লিফলেট বিতরণ করেন ও স্টিকার লাগান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন সোহেল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বশিরউল্লাহ বশির, পল্লবী থানা ছাত্রনেতা জাকারিয়া খান সিজার, রূপনগর থানা ছাত্রনেতা মিরাজ হোসেন সাগর প্রমুখ।

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বুধবার গ্রীন রোড এলাকায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

এ ছাড়া হাতিরপুল কাঁচাবাজার থেকে কাটাবন মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও মিছিল করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান বিপ্লব, রাসেল মাহমুদ, ফরহাদ উদ্দিন, ড. মফিদুল আলম, সরদার নুরুজ্জামান,যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কাজী মোক্তার হোসেন, জসিম উদ্দিন, জেড আই কামাল, আমিনুল ইসলাম মোহসীন প্রমুখ।