ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ডে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ডে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে তা সম্পূর্ণ ভস্মীভূত হয়। নিহতরা হলেন, জেলার নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের বাকী শেখের ছেলে মাইনুদ্দিন শেখ (৩৫) ও তার শিশুকন্যা তাবাসুম আক্তার (৬) ও নিহত মাইনুদ্দিনের শ্যালক সৌরভ মাতুব্বর (১৫)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ঢাকামুখী স্টারলাইন পরিবহনের একটি বাস মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্যালক-দুলাভাই নিহত হন।

এ ঘটনায়  মারাত্মক আহত অবস্থায় শিশু তাবাসুমকে ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের সদস্যরা জানান, তারা শ্বশুরবাড়ি ভাঙ্গার মাঝারদিয়া গ্রাম থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভুইয়া ঘটনা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করেছে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, বাসচাপায় হতাহতের ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং এর চালককে গণপিটুনি দেয়।দ্রুত পুলিশ তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় বাসটির আগুন নিভানো হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটি থেকে যাত্রীদের সরিয়ে নেয় এবং নিহতদের উদ্ধার করে বাসের আগুন নিভানো হয়। পরে লাশগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: