বিয়ের প্রলোভনে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে ওই যুবতী (২৮) কে ধর্ষণ করেছে একই বাড়ীর সেতু বড়ুয়া (৩৫) নামে এক যুবক।
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে ওই যুবতী (২৮) কে ধর্ষণ করেছে একই বাড়ীর সেতু বড়ুয়া (৩৫) নামে এক যুবক। এ ঘটনায় ওই যুবতী বাদী হয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম কোটে একটি ধর্ষণ মামলা করেছেন। মামলা ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, একই বাড়ীর অধীর বড়ুয়ার ছেলে ও আওয়ামী লীগ নেতা তপন বড়ুয়ার চাচাতো ভাই সেতু বড়ুয়া দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে প্রেম করে শারীরিক সম্পর্ক করে আসছিল। ওই যুবতীর সাথে । সর্বশেষ মঙ্গলবার ওই যুবতীর পরিবারের লোকজন ঘরের বাইরে থাকার সুযোগে রাতে ঘরে ঢুকে ওই যুবতীকে ধর্ষণ করে। এসময় ওই যুবতী তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলে এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে ধর্ষক সেতু বড়য়াকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিতে চাইলে, ধর্ষক সেতু বড়ুয়ার মা দিপ্তি বড়ুয়া সামাজিক ও পারিবারিক ভাবে দুজনের বিয়ের মাধ্যমে বাদিনীকে পুত্রবধূর মর্যাদা দিয়ে ঘরে তোলার আশ্বাস দেন এবং সমাজের লোকদের কাছে থেকে অভিযুক্ত ধর্ষক সেতু বড়ুয়াকে ছাড়িয়ে নেন। কিন্তু এরপর থেকে সামাজিকভাবে বিয়ের প্রস্তাব নিয়ে সেতুর পরিবারের কাছে ভুক্তভোগীর পরিবার গেলে তারা বিয়ে প্রস্তাবে রাজি না হয়ে টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে চান ।
ভুক্তভোগী বলেন, আমি একেবারে অসহায় গরিব ঘরের সন্তান। ধর্ষক সেতু বড়ুয়া আমার জীবনটা শেষ করে দিয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত ধর্ষক সেতু বড়ুয়ার মোবাইলে বারবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদাকাত উল্লাহ মিয়াজী মানবজমিনকে জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে নারী সংক্রান্ত ঘটনা হওয়ার কারণে আমি তাদের কে আইনের আশ্রয় নিতে বলেছি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: