বৃষ্টিতে ভেসে গেলো সোনার খনি, মৃত্যু ১২
প্রথম নিউজ, ডেস্ক : দক্ষিণ-পূর্ব ভেনেজুয়েলায় একটি পরিত্যক্ত সোনার খনিতে ১২ জন মারা গেছেন। দীর্ঘদিন বন্ধ থাকা এই খনিটিতে তারা কয়েকদিন আগে প্রবেশ করেছিলেন বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এল ক্যালাও শহরের নিরাপত্তাবিষয়ক সচিব জেনারেল এডগার কোলিনা রেয়েস শনিবার টেলিফোনে এএফপিকে জানান, ‘আমরা ১২ জনের মৃতদেহ পেয়েছি। অবৈধ শ্রমিকরা পরিত্যক্ত সোনার খনিতে প্রবেশ করেছিল। সম্ভবত তারা বুধবার মারা যায়। প্রবল বৃষ্টিতে খনিটি প্লাবিত হয়।
শুক্রবার পাঁচজন এবং শনিবার আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। একই সোনার খনিতে ২০২১ সালে ধসে একজনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় ৩৪ জনকে।
ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলে অনেকে সোনার খনি রয়েছে। প্রায়শই এসব খনিতে দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়।