বাংলাদেশ ভারত বাণিজ্য রুপিতে লেনদেনের অনুমতি পেল আরও ২ ব্যাংক
ইতোমধ্যে তারা রুপিতে ভারত পণ্য আমদানি ও রপ্তানির এলসি খুলেছে। পণ্যের প্রথম চালানও এসেছে।
প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশ-ভারতের মধ্যে রুপিতে বাণিজ্যিক লেনদেন করতে কেন্দ্রীয় ব্যাংক আরও দুটি বাণিজ্যিক ব্যাংককে অনুমোদন ছিল। ব্যাংক দুটি হচ্ছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক এবং বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এ নিয়ে ভারতের সঙ্গে রূপিতে লেনদেনের অনুমতি পেল চারটি ব্যাংক। এর আগে সরকারি খাতের সোনালী ব্যাংক ও বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংককে এই অনুমতি দেওয়া হয়। ইতোমধ্যে তারা রুপিতে ভারত পণ্য আমদানি ও রপ্তানির এলসি খুলেছে। পণ্যের প্রথম চালানও এসেছে।
এর আগে গত ১১ জুলাই ভারতের সঙ্গে রুপিতে বৈদেশিক বাণিজ্য আনুষ্ঠানিকভাবে চালু হয়। এটি চালুর পর থেকে অনেক ব্যাংকই আগ্রহ দেখিয়েছে দুই দেশের মধ্যে রুপিতে লেনদেন করতে। মূলত ডলারের ওপর অতিমাত্রায় নির্ভরতা কমানো ও ডলার সাশ্রয়ে এ লেনদেন চালু হয়।
এছাড়া দুই দেশের মধ্যে রুপিতে লেনদেন করতে আরও ৬ ব্যাংক অনুমোদন চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে। ব্যাংকগুলোর হচ্ছে, ট্রাস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক।