প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ চোরাচালান মালামাল উদ্ধারসহ ১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন- রাসেল (২৯), পিতা- মো. শিপন মিয়া, কল্যান সাগর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
বুধবার (২ জুলাই) বেলা ১২টায় বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও (কপালী পাড়া) মহরম আলীর বাড়ীর পশ্চিম পাশে চান্দুরা টু সিঙ্গারবিলগামী পাকা রাস্তার উপর অতিরিক্ত পুলিশ সুপার এম.এম রকীব উর রাজা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ বিজয়নগর থানা নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ফারুক আহমদ সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোষ্ট বসিয়ে এসব মালামাল সহ তাকে আটক করা হয়।
জানা যায়, অভিযান পরিচালনাকালে একটি নোহা মাইক্রো সামনে আসলে সংকেত দিয়ে থামানো হয়।
এরপর মাইক্রোটি তল্লাশী করে ৩৮ বক্স মোবাইলের ডিসপ্লে, প্রতিটি বক্সের মধ্যে সাদা প্যাকেটের ভিতর ২টি করে মোট (১০ x ২)=২০টি করে, সর্বমোট মোবাইল ডিসপ্লে (৩৮ x২০)= ৭৬০টি, প্রতিটি বক্সের গায়ে ইংরেজিতে STAR TECH HD+ Series ইত্যাদি লেখা আছে, ৩৬ বক্স মোবাইলের ডিসপ্লে, প্রতিটি বক্সের সাদা প্যাকেটের ভিতর ২টি করে মোট (১০ x২)=২০টি করে সর্বমোট- (৩৬ x২০)=৭২০টি মোবাইলের ডিসপ্লে, প্রতিটি বক্সের গায়ে ইংরেজিতে UNIVERSAL, SMB TRUMP ইত্যাদি সহ হিন্দি ও বাংলা লিখা আছে, ২০ বক্স মোবাইলের ডিসপ্লে, প্রতিটি বক্সের কালো প্যাকেটের ভিতর (১০ x০২)=২০টি করে (২০ x২০)= ৪০০টি মোবাইলের ডিসপ্লে, প্রতিটি বক্সের গায়ে ইংরেজিতে Z-One COMBO HIGH QUALITY ইত্যাদি লেখা আছে, ৩৫ বক্স মোবাইলের ডিসপ্লে, প্রতিটি বক্সের হলুদ প্যাকেটের ভিতর ২টি করে মোট (১০ x২)=২০টি করে, সর্ব মোট মোবাইল ডিসপ্লে (৩৫ x২০)= ৭০০পিস মোবাইলের ডিসপ্লে, প্রতিটি প্যাকেটের গায়ে ইংরেজিতে LCD ONE BY ONE TESTED ইত্যাদি লেখা আছে, ৫ বক্স মোবাইলের জিসপ্লে, প্রতি বক্সের পিত বংয়ের প্যাকেটে ২টি বারে মোট (১০ x০২)= ২০টি সর্বমোট (০৫ x২০)=১০০টি মোবাইলে জিতপ্লে, প্রতিটি বক্সের গায়ে ইংরেজিতে CLASSY COMBO Premium Quality ইত্যাদি লেখা আছে, ৪৪৬ বক্স মোবাইল ডিসপ্লে, প্রতিটি বক্সের সাদা প্যাকেটের ভিতর মোট (১০ x ০২)= ২০টি করে সর্বমোট (৪৪৬ x২০)=৮৯২০টি মোবাইলে ডিসপ্লে, প্রতিটি বক্সের GOLDEN CROWN X 8.0, TOP 1,500+, UTRAL ইত্যাদি লেখা।
জব্দকৃত সর্ব মোট মোবাইলের ডিসপ্লে= (৭৬০+৭২০+৪০০+৭০০+১০০+৮৯২০)= ১১,৬০০ পিস, যাহার প্রতিটির আনুমানিক মূল্য- ২,০০০/- টাকা করে সর্বমোট মূল্য- (২০০০ x১১৬০০)= ২,৩২,০০,০০০/- ,১ (এক) টি সিলবার রংয়ের NOAH মাইক্রো, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-১৯-৩০১৯, যাহার মূল্য অনুমান- ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা, আসামীর ব্যবহৃত একটি সবুজ রংয়ের টেকনো কোম্পানির মোবাইল, যাহার আইএমইআই নং- (১)- ৩৫০১২০৮১১৮৩১২৬৪, আইএমইআই নং (২)- ৩৫০১২০৮১১৮৩১২৭২, যাহার মধ্যে ব্যবহৃত মোবাইল নম্বর (১)- ০১৭৩৩৭৫৪৯০২, (২) ০১৮২৩৭১১২৮৭, মূল্য অনুমান- ১৫,০০০/- (পনের হাজার) টাকা, একটি ফিরোজা রংয়ের মটরোলা কোম্পানির এড্রোয়েড মোবাইল ফোন, যাহা আনলক করা, মূল্য অনুমান- ২০,০০০/- টাকা, আসামী মো. রাসেল মিয়ার নিজ নামে পেশাদার মটর ড্রাইভিং লাইসেন্সসহ ১ জনকে আটক করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ লক্ষ্যে বিজয়নগর থানায় আসামি ও জব্দকৃত মালামালসহ মামলা রুজু
প্রতিক্রিয়াধীন।