বরিশালে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৪০৭

বরিশালে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৪০৭

প্রথম নিউজ, বরিশাল : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা পিন্টু সিকদার (৫৪), উজিরপুর উপজেলার সাতলার বাসিন্দা রোশনারা (৬৫) ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা জয়ফুল বেগম (৫৫)। এর মধ্যে দুইজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ২৩ হাজার ১৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৮১৬ জন। বিভাগে এখন পর্যন্ত ৯৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬৮ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে পাঁচজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৩১, পটুয়াখালীতে ১১৪, পিরোজপুরে ৬৬, ভোলায় ৩৯, বরগুনায় ৫১ ও ঝালকাঠিতে ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ২৬৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ সচেতনতা। সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব না। ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে।