ব্যাংক কর্মকর্তাকে প্রাইভেটকারে তুলে ছিনতাই, গ্রেফতার ৫

সম্প্রতি একজন ব্যাংক কর্মকর্তার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

ব্যাংক কর্মকর্তাকে প্রাইভেটকারে তুলে ছিনতাই, গ্রেফতার ৫
ব্যাংক কর্মকর্তাকে প্রাইভেটকারে তুলে ছিনতাই

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীতে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় প্রাইভেটকারে যাত্রী তুলে ছিনতাই করত একটি চক্র। সম্প্রতি একজন ব্যাংক কর্মকর্তার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। গ্রেফতার ৫ সদস্য হলেন- সাখাওয়াত হোসেন রবিন (৩৫), জাহাঙ্গীর জমাদ্দার (৪৪), রাজু (২৯), জামাল উদ্দিন (৪১) ও ইকবাল হেসেন হাওলাদার (৩৫)। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার, কালো চশমা, গামছা, রশি ও ছিনতাইয়ের ১০ হাজার টাকা জব্দ করা হয়।  জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রাইভেটকারে যাত্রী পরিবহণের নামে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিলেন। 

খিলক্ষেত থানার ওসি কাজী শাহান হক বলেন, ট্রাস্ট ব্যাংক নরসিংদীর মাধবদী শাখার কর্মকর্তা সৈয়দ আজিজুল হাকিম গত ৬ মার্চ সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সকাল ৮টার দিকে খিলক্ষেত থানার কুড়াতলীর বিআরটিসি বাস কাউন্টারের সামনে আসেন। পাশেই একটি প্রাইভেটকার নরসিংদীর উদ্দেশে যাত্রী তুলছিল।

আজিজুল হাকিম পেছনের সিটে যাত্রীবেশে দুজনকে বসে থাকতে দেখে চালকের পাশের সিটে বসেন। কিছুদুর যাওয়ার পর পেছনের সিটে বসা দুই ব্যক্তি তাকে চলন্ত প্রাইভেটকারে চাকু ধরে এবং কিলঘুসি মারে। তার কাছে থাকা ১২০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর তার মোবাইলে বিকাশে থাকা ৪৫ হাজার ৫০০ টাকা নেয়। তার অন্যান্য আত্মীয়স্বজনের কাছ থেকেও বিকাশে টাকা আনায়। সব মিলিয়ে ১ লাখ ৯১ হাজার ২শ’ টাকা হাতিয়ে নিয়ে রূপগঞ্জ থানার জলসিঁড়ি প্রজেক্টের বিপরীতে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে তারা চলে যায়। 

এ ব্যাপারে ভুক্তভোগী গত ১০ মার্চ খিলক্ষেত থানায় একটি মামলা করেন। এরপর খিলক্ষেত থানা পুলিশ তদন্তে নেমে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: