বিমার দখলে পুঁজিবাজার
এদিন বিমা খাতের ৫৭ কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৪৩টির। তার বিপরীতে দাম কমেছে তিনটির আর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির।
প্রথম নিউজ, ঢাকা: বস্ত্র, ওষুধ, খাদ্যসহ অধিকাংশ খাতের শেয়ারের দাম কমলেও ঝলক দেখিয়েছে বিমা কোম্পানির শেয়ার। এদিন বিমা খাতের ৫৭ কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৪৩টির। তার বিপরীতে দাম কমেছে তিনটির আর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির।
বিমা খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সপ্তাহের পঞ্চম কর্মদিবস বৃহস্পতিবার (২০ জুলাই) বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে দশমিক ৫৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১ দশমিক ২৯ পয়েন্ট।
সূচক ও দাম বাড়ার বিপরীতে কমেছে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। ফলে বুধবার উত্থানের পর বৃহস্পতিবার সূচক পতন হলো। এর আগেও গত সোমবার (১৭ জুলাই) ও মঙ্গলবার (১৮ জুলাই) দুই দিন পুঁজিবাজারে দরপতন হয়েছে।
ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩৬৮টি প্রতিষ্ঠানের মোট ২২ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ২৫৫টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৯৪৭ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৭৭ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা। এদিন দাম বেড়েছে ৮৬টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ৯৯টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮৩টির।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৩ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৯৬ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল আরডি ফুডের শেয়ার। পরের তালিকায় রয়েছে ইয়াকিন পলিমারে শেয়ার। এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, সিটি জেনারেল ইনস্যুরেন্স,লাফার্জহোলসিম, রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা,সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও বিএনও লুব-রেফ লিমিটেডের শেয়ার।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে ২১৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৮১টির দাম। আজ দিন শেষে সিএসইতে ১৯ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৭৮৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ৮৬৪ টাকার শেয়ার।