বান্দরবানে যুবককে অপহরণের অভিযোগ
সে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রমতিয়া পাড়ার কংশমনি তঞ্চঙ্গ্যার ছেলে।
প্রথম নিউজ,বান্দরবান: বান্দরবানের রাজবিলায়ে অস্ত্রের মুখে কিরণময় তঞ্চঙ্গ্যা (২৬) নামের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। সে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রমতিয়া পাড়ার কংশমনি তঞ্চঙ্গ্যার ছেলে।
শনিবার (২৫ ডিসেম্বর) রাতে তাকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।
রাজবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য সুসাই চিং জানান, অপহরণের কথা শুনেছি। তবে কেন অপহরণ করেছে কিংবা কারা করেছে সে সম্পর্কে কিছুই জানি না।
রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যা অং ফ্রু জানান, শনিবার রাত ১০টার সময় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে কিরণময় তঞ্চঙ্গ্যাকে অপহরণ করে নিয়ে যায়। তিনি পাহাড়ি, বাঙালি কিংবা কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন বলে জানা নেই।
বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার জানান, রাজবিলা ইউনিয়নে একজনকে অপহরণের খবর শুনেছি। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাতে একই ওয়ার্ডের মংসিউটি মং এর ছেলে ফুটবলার আপ্রু মংকে অপহরণের ঘটনা ঘটে। পরে ১৫ ঘণ্টা পর তাকে ছেড়ে দিয়েছিল পাহাড়ি সন্ত্রাসীরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: