বান্দরবানে আগুনে ১২ দোকান-বসতঘর পুড়ে ছাই

আজ বৃহস্পতিবার ভোরে আলীকদম সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খুল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বান্দরবানে আগুনে ১২ দোকান-বসতঘর পুড়ে ছাই

প্রথম নিউজ, বান্দরবান: বান্দরবানে আগুনে পুড়ে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে আলীকদম সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খুল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর চারটায় হঠাৎ কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দুইটি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এরই মধ্যে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক নজরুল ইসলাম জানান, কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি বলতে পারছেন না। তবে এই আগুনে তার প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পুড়ে যাওয়া আরেক দোকানের মালিক ছানোয়ারার দাবি, পূর্ব শত্রুতার জেরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে তিনি ধারণা করছেন।

আলিকদম ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. শাহদাত হোসেন জানান, পুড়ে যাওয়া সাতটি দোকান ও পাঁচটি বসতঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকার অধিক হবে বলে ধারণা করছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

আলিকদম উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মেহরুবা ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে পুড়ে যাওয়া দোকান ও বসতঘরের ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom