বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

রোববার রাত পৌনে ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্ত:নগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেন ফাতেমা নগর স্টেশনের কাছে তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় রোববার রাত পৌনে ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। খবর পেয়ে রেলওয়ে উদ্ধারকারি রিলিফ ট্রেন ঘটনাস্থল পৌঁছায়। রাত সোয়া ১০টা থেকে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনেরর সুপারিনটেনডেন্ট এসএম নাজমুল হক খান। ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ময়নসিংহ জংশনে ব্র‏হ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।

এসএম নাজমুল হক খান বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীনা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ছেড়ে যায়। ময়মনসিংহ-ঢাকা রেলপথের ত্রিশালের ফাতেমা নগর স্টেশন ছেড়ে যাওয়ার কিছুদূর পরে রাত পৌনে ৮টার দিকে তিনটি বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থল পৌঁছে রাত সোয়া ১০টার দিকে কাজ শুরু করেছে। উদ্ধার কাজ সম্পন্ন কহতে ঘণ্টা তিনেক লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।