বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হাতের কবজি ও কেটে দিয়েছে পায়ের রগ

বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হাতের কবজি ও কেটে দিয়েছে পায়ের রগ

প্রথম নিউজ, বগুড়া : বগুড়ায় আশিক সরকার (৩৮) নামে এক চাল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাতের কবজি বিচ্ছিন্ন ও দুই পায়ের গোড়ালির রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে শহরতলির এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মধ্য রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, হামলার শিকার আশিক সরকার বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামের তোজাম্মেল হক তোতার ছেলে। তিনি স্থানীয় বাজারে চাল ও অন্যান্য মালের ব্যবসা করেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বানদীঘি বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ৩/৪ জন মুখোশ পরিহিত দুর্বৃত্ত তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। আটকানোর চেষ্টা করলে ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ছাড়া দুর্বৃত্তরা তার দুই পায়ের গোড়ালিতে আঘাত করলে রগ কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আশিকের আত্মচিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে ভর্তি করান। মুমূর্ষু আশিক এ সময় পুলিশের কাছে হামলাকারী কয়েকজনের নাম-পরিচয় বলেন। এখানে তার অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে তাকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। মামলা হয়নি।