বগুড়ায় অবরোধ চলছে
প্রথম নিউজ, বগুড়া: বিজিবি,র্যাব,পুলিশী টহল ও আওয়ামী লীগ নেতা কর্মিদের ধাওয়ার মধ্যেই বগুড়ায় শুরু হয়েছে বিরোধীদলের ডাকা তিন দিনের অবরোধ কর্মসুচি। বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মীর শাহে আলম সোমবার সকালে সাংবাদিকদের জানান , কঠিন বাধা ও চাপের মধ্যেও বগুড়ার মোকামতলা, মহাস্থান, গোকুল, মাটিডালী মোড়, চারমাথা ও বনানী পয়েন্টে চলছে বিচ্ছিন্ন পিকেটিং।
সরেজমিনে শহর ও শহরতলি ঘুরে দেখা গেছে পরিস্থিতি হরতালের মত। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মিরা পিকেটারদের ধাওয়া করায় উত্তেজনা ও আতংক সৃষ্টি হচ্ছে।
রাতেই বগুড়ায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সাইরেন বাজিয়ে আইন শৃংখলা বাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলছে খুব কম।