বিএনপি কার্যালয়ে পুলিশি তাণ্ডব ফ্যাসিবাদের নমুনা: ২০ দলীয় জোট নেতারা

এর আগে আজ মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত কার্যালয়টিতে গেলে তাদের স্বাগত জানান বিএনপির নেতারা।

বিএনপি কার্যালয়ে পুলিশি তাণ্ডব ফ্যাসিবাদের নমুনা: ২০ দলীয় জোট নেতারা

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, এ সরকার দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে, বিএনপি অফিসের তাণ্ডব তারই নমুনা।

এর আগে আজ মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত কার্যালয়টিতে গেলে তাদের স্বাগত জানান বিএনপির নেতারা।

কার্যালয় পরিদর্শন শেষে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, ‘বিএনপির কার্যালয়ে যে তাণ্ডবের চিত্র দেখলাম, তা সরকারের ফ্যাসিবাদের নমুনা। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, ‘ক্ষমতাসীনদের বর্বরতা থেমে নেই। তাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে মোকাবিলা করতে হবে। এরই মধ্যে যুগপৎ আন্দোলনের ঘোষণা হয়েছে। এ কর্মসূচি শুধু বিএনপির নয়, সব জনগণের কর্মসূচি। আসুন, সবাই শরিক হয়ে আন্দোলন সফল করি।’

তিনি আরও বলেন, ‘অবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীর মুক্তির দাবি জানাই। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহারের দাবি জানাই। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি করতে হবে।’

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যা করেছে, তা অকল্পনীয়। অতীতেও এমন ঘটেছিল। এ আক্রমণের নিন্দা জানাই এবং ঘৃণা প্রকাশ করি। এ ধরনের বর্বর আক্রমণ বন্ধের দাবি জানাই। আমরা ২০ দলীয় জোটে আছি কিনা জানি না, তবে বিএনপির সঙ্গে ছিলাম এবং আছি।’

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেভাবে হামলা ও আক্রমণ করা হয়েছে, তা বর্বরতা ছাড়া কিছুই নয়। আওয়ামী লীগের কাজই হলো এসব করা। তারা ভোট লুটের জন্য আবারও দমনপীড়নের পথে হাঁটছে। কিন্তু আমাদের পরিষ্কার কথা—২০ দলীয় জোটের সঙ্গে থেকে আমরা আছি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে।’

২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাগপার খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের অধ্যাপক আবদুল করিম, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকী, ন্যাপ-ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, পিপলস লীগের মাহবুব হোসেন, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, বাংলাদেশ ইসলামিক পার্টির মো. আবুল কাশেম, এনডিপির কারি আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলামের গোলাম মুহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ইসলামী ঐক্যজোটের শওকত আমিন, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির লায়ন ফারুক রহমান, বাংলাদেশ জাতীয় দলের রফিকুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, কল্যাণ পার্টির নূরুল কবির পিন্টু, এনডিপির আব্দুল্লাহ হারুন সোহেল, বিএলডিপির এম এ বাশার প্রমুখ।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলে ২০ দলীয় জোটের নেতাদের স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নেতা কাজী রওনকুল ইসলাম টিপু, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom