তারা আমাকে যতখুশি গালি দিক, আমি আইন মোতাবেক চলবো: আইনমন্ত্রী
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনের প্রশ্নে
প্রথম নিউজ, ঢাকা: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনের প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আইনের শাসন যেখানে আছে, সেখানে আমি যথেচ্ছা করতে পারি না। বিএনপি যে দাবি করছে তা আইনের বইয়ে নেই। ওনারা (বিএনপি) আমাকে যত খুশি গালি দিতে পারেন। তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলবো।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজের বক্তব্যের জবাবে তিনি এসব বলেন। এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জিএম সিরাজ তার দলের নেত্রীকে মানবিক দিক বিবেচনায় দুয়েকদিনের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। তা না হলে সংসদ থেকে পদত্যাগ করার হুঁশিয়ারি দেন তিনি।
জিএম সিরাজ বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানো না হলে এবং পরিস্থিতি চরম হলে দলীয় সিদ্ধান্তে বিএনপির পক্ষে এই সংসদে থাকা হয়তো সম্ভব হবে না। বেগম খালেদা জিয়ার কিছু হলে তার দায় আওয়ামী লীগকে বহন করতে হবে।
জিএম সিরাজ বলেন, ‘কোভিডের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা চরম অবনতির দিকে যাচ্ছে, যা তাঁকে দিনে দিনে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। পরিবার থেকে পাঁচবার আবেদন করা হয়েছে। দল থেকে বারবার আবেদন করা হচ্ছে। তাদের আবেদন, বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত জামিন দিয়ে দুযেকদিনের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: