বই পড়ে কারাগারে সময় কাটছে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের
বুধবার সকালে কেরানিগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই নেতার সাথে তাদের সহধর্মিনীরা সাক্ষাতের পর একথা জানান।
প্রথম নিউজ, ঢাকা: বই পড়ে কারাগারে সময় কাটছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের।
বুধবার সকালে কেরানিগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই নেতার সাথে তাদের সহধর্মিনীরা সাক্ষাতের পর একথা জানান।
টেলিফোনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, আজকে স্বশরীরে সাক্ষাত করেছি। কিছু বই আগেই পাঠিয়ে দিয়েছিলাম। সেই বই এখন কারাগারে তার প্রতিদিনের সঙ্গি। আপনি জানেন, তিনি এক শিক্ষক মানুষ। বই পড়া তার প্রতিদিনের অভ্যাস। বাসায় কিছুটা সময় রেডিং রুমে বই-ম্যাগাজিন পড়েন।
শারীরিক অবস্থা ‘মোটামুটি’ উল্লেখ করে তিনি বলেন, মনোবল দৃঢ় আছে, মোটামুটি আছে। জানেন তো এমনিতে তার অসুস্থতা আছেই। দোয়া করবেন। কিছু ঔষধপত্রও’ দেয়া হয়েছে বলে জানান রাহাত আরা।
তিনি জানান, গত কয়েকদিন কারাগারে তার ‘কষ্ট’ করতে হয়েছে। গতকাল সোমবার রাতে ডিভিশন কক্ষ প্রদান করা হয়। মির্জা ফখরুল এই সরকারের আমলে আরো ৫ বার কারাগারে গেছেন। তার বিরুদ্ধে মামলার সংখ্যা ৮৭ টি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসও একই কারাগারে রয়েছেন। বুধবার সকালে কারাগারে তার সহধর্মিনী আফরোজা আব্বাসও স্বামীর সাথে সাক্ষাত করেছেন। তিনি টেলিফোনে বলেন, উনার শরীরটা একেবারেই ভালো না। গত কয়েকদিন কঠিন কষ্টের মধ্যে তাকে দিনযাপন করতে হয়েছে। প্রথম দিন থেকে তিন দিন মহাসচিব এবং উনাকে নর্মাল কয়েদিদের সাথেই ফ্লোরে কম্বল বিছিয়ে ঘুমাতে হয়েছে।
গতকাল রিট করার পর উনাদেরকে ডিভিশন দেয়া হয়। বুঝেন সরকারের প্রতিহিংসা কাকে বলে। দেশের শীর্ষ রাজনীতিবিদের প্রতি সরকারের এরকম আচরণ তাদের চরিত্র প্রকাশ পায়।
আফরোজা আব্বাস জানান, আজকে রাজনৈতিক ও মেডিক্যাল সাইয়েন্সের কিছু বইপত্র এবং কোরআন শরীফ দিয়ে এসেছি। ঔষধপত্র দেয়া হয়েছে। শারীরিকভাবে খুব একটা ভালো না হলেও মানসিক শক্তি ও মনোবল দৃঢ় আছে। নেতা-কর্মীদের খোঁজ-খবরও জেনেছেন তিনি।
জানা গেছে, তিনদিন ডিভিশন না পাওয়ায় রোববার কারাগারের বাথরুমে পড়ে গিয়ে গোড়ালিতে ব্যথা পেয়েছেন মির্জা আব্বাস।
গত শুক্রবার ভোর রাতে তিনটার দিকে গোয়েন্দা পুলিশ উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শাহজাহারপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায়। পরদিন সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলার সংখ্যা ৫৭টি। ১/১১ সময়ে গ্রেফতার হয়ে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলেও কয়েক দফা কারাগারে যান মির্জা আব্বাস।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews