বাইসাইকেলে করে বিয়ের আসরে গেলেন বর

প্রবাসী ও পর্যটন অধ্যুষিত জেলা শহরের এমন ব্যতিক্রমী আয়োজন দৃষ্টি কাড়ে সবার।

বাইসাইকেলে করে বিয়ের আসরে গেলেন বর
বাইসাইকেলে করে বিয়ের আসরে গেলেন বর

প্রথম নিউজ, মৌলভীবাজার: বাইসাইকেলে করে বিয়ের আসরে গেলেন বর। সঙ্গে বরযাত্রীরাও। প্রবাসী ও পর্যটন অধ্যুষিত জেলা শহরের এমন ব্যতিক্রমী আয়োজন দৃষ্টি কাড়ে সবার। চমৎকার চোখ ধাঁধানো সাজসজ্জা। অর্ধশত বাইসাইকেল আর চালক। সবারই দৃষ্টিনন্দন সাজগোজ। তাদের পাহারায় সামনে মোটরসাইকেল আর পেছনে সারিবদ্ধ মাইক্রো গাড়ি। সন্ধ্যা রাতে শহরে হঠাৎ এমন র‌্যালি দেখে তা উপভোগ করতে ভিড় বাড়ে উৎসুক জনতার। শহরের পথচারী ও দোকানিরা রাস্তার পাশে দাঁড়িয়ে তা প্রত্যক্ষ করেন। একই সাজে প্রায় অর্ধশত বাইসাইকেল ও চালক থাকায় দৃষ্টি কাড়ে সবার।এমন দৃশ্য দেখে  কৌতূহল বাড়ে দর্শনার্থীদের। 

অনেকেরই ধারণা ছিল হয়তো কোনো কোম্পানি বা সংস্থার আনন্দ র‌্যালি। কিন্তু না ওই র‌্যালি থেকেই বলা হলো আমরা বর নিয়ে কনে আনতে যাচ্ছি। হাঁসি মুখে বর ও যাত্রীরা এমন তথ্যদিয়ে সবার দোয়া চান। বিয়ের জন্য বাইসাইকেলে যাত্রা এমনটি শুনে দর্শনার্থীরা তাদের অভিনন্দন ও শুভকামনা জানান। তাদের শুভকামনা নিয়ে বরসহ যাত্রীরা র‌্যালি করে একসঙ্গে স্লোগান আর নানা গান গেয়ে বর নিয়ে এগিয়ে চলেন। বরের সঙ্গে যারা বাইসাইকেল নিয়ে যাত্রী হয়েছিলেন তাদের পোশাকও ছিল অনেকটাই বরের মতো।  রোববার রাতে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে অনুষ্ঠিত হলো এমন চোখ ধাঁধানো বর ও যাত্রীদের বাইসাইকেল শোভাযাত্রার বিবাহ অনুষ্ঠান। 

জানা  গেছে, মৌলভীবাজার শহরতলীর  মোস্তফাপুর এলাকার বালিকান্দি ভিলার বাসিন্দা (বালিকান্দি পুরান বাড়ি) সৈয়দ ফয়ছল ইসলাম ও  মরহুমা ফাতেমা সাইদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র সৈয়দ রাফিউল ইসলাম এর সঙ্গে কমলগঞ্জ উপজেলার  রামসপুর খন্দকার বাড়ির  সৈয়দ ছাদত হুসেন ও সৈয়দা  হামিদা বেগম (ছালমা) এর কন্যা  সৈয়দা ছামিয়া জামিন নুহার বিবাহ সম্পন্ন হয়। বর সৈয়দ রাফিউল ইসলাম জানান, এমন আয়োজনের ইচ্ছে ছিল তার। কারণ তিনি সাইকেলিং খুবই পছন্দ করেন। শখ  ও নেশার সাইকেলিংটাকে ব্যক্তিগত জীবনে চির স্মরণীয় করে রাখতে তার এমন ইচ্ছার বাস্তবায়ন। তিনি জানান- মৌলভীবাজার সাইকেলিং কমিউনিটির আমার প্রিয়জনরা তা বাস্তবায়নে সহযোগিতা করেছেন। চেয়েছিলাম আরও জাঁকজমক করতে কিন্তু হঠাৎ এমন আয়োজন তারপরও আমি সন্তুষ্ট। তার প্রত্যাশা সাইকেলিংয়ের মাধ্যমে যুব ও তরুণ সমাজ ভালো কাজে এগিয়ে যাবে। মৌলভীবাজার  সাইকেলিং কমিউনিটির এডমিন ও সমাজকর্মী ইমন আহমেদ, সঞ্জীব মৈতি, রাজীব দে ও রাফসান রাজা জাওয়াদ বলেন- বর আমাদের সাইকেলিং কমিউনিটি পরিবারেরই একজন। 

আমাদের স্লোগানই হচ্ছে- ‘সুস্বাস্থ্যের জন্য সাইকেলিং’- পরিবেশ-বান্ধব সাইকেলিংয়ে আমরা সবসমই তরুণ ও যুব সমাজকে উৎসাহিত করে থাকি। আমাদের লক্ষ্য তরুণ ও যুব সমাজকে মাদকমুক্ত রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে কর্মচঞ্চল রাখতে। সাইকেলিংয়ের মাধ্যমেই আমাদের তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে ভালো কাজে নিয়োজিত রাখতে চাই।  জেলার মধ্যে এই আয়োজনটি ২য়। এর আগে তাদের সংগঠনের এডমিন আহমদ আলী ছায়েম এমন সাইকেল র‌্যালি করে কনে আনতে যান। তবে দু’টি আয়োজনই ছিল শহরের ভেতরে। তারা বলেন- সাইকেলিংয়ের প্রতি মানুষকে আকৃষ্ট করতেই তাদের এমন ব্যতিক্রমী উদ্যোগ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom