ফের বেনজেমার হ্যাটট্রিক, বার্সাকে উড়িয়ে ফাইনালে রিয়াল
কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগ জিতে কাজটা এগিয়ে রেখেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করলেই ফাইনালের টিকিট পেতো ব্লাউগ্রানারা।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগ জিতে কাজটা এগিয়ে রেখেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করলেই ফাইনালের টিকিট পেতো ব্লাউগ্রানারা। তবে ন্যু-ক্যাম্পে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালো রিয়াল মাদ্রিদ। ৪-০ গোলের জয়ে নিশ্চিত করলো ফাইনাল। এল ক্লাসিকোয় বিধ্বস্ত হয়ে বার্সা কোচ জাভি হার্র্নান্দেজ বললেন, ঘুম হবে না তার। বছরের প্রথম দুই এল ক্লাসিকো জয়ের আত্মবিশ্বাস নিয়ে ন্যু-ক্যাম্পে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় বার্সেলোনা। তবে ঘরের মাঠে পাশার উল্টো দান দেখে ব্লাউগ্রানারা। স্বাগতিকদের একাই বিধ্বস্ত করে দেন করিম বেনজেমা। হ্যাটট্রিক করেন ফরাসি ফরোয়ার্ড। এক গোল পান ভিনিসিউস জুনিয়র। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলেন, ‘আমরা আজ আহত হলাম। বার্সেলোনার সমর্থক হিসেবে আমার ঘুমাতে কষ্ট হবে।’
জাভি বলেন, ‘খেলোয়াড়দের আগেই আভাস দিয়েছিলাম (এমন কিছু হতে পারে)। প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলি আমরা। এটা লজ্জাজনক। দ্বিতীয়ার্ধে মাদ্রিদ ভালো খেলেছে। তাদের শারীরিক ভাষা ভালো ছিল। আমাদের চেপে ধরেছিল।’
এল ক্লাসিকোয় চোট সমস্যায় ভুগেছে বার্সেলোনা। নিয়মিত একাদশের চার খেলোয়াড় খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের বিপক্ষে। চোটের কারণে ছিলেন না পেদ্রি, উসমান দেম্বেলে, আন্দ্রেস ক্রিস্টেনসেন এবং ফ্রেংকি ডি ইয়ং। তবে চোট সমস্যাকে অজুহাত মানতে নারাজ বার্সেলোনা কোচ জাভি। তিনি বলেন, ‘আমরা যদি ইনজুরি নিয়ে কথা বলি, তবে এটাকে অজুহাত মনে হতে পারে। আমরা (কোপা দেল রে সেমিফাইনালের) প্রথম লেগে ভালো খেলেছি এবং আজ প্রথমার্ধে ভালো করলাম। এতে আমি গর্বিত। আমি আগেও বলেছি, রিয়াল মাদ্রিদ ফেভারিট। তারা চ্যাম্পিয়নস লীগের বর্তমান বিজয়ী দল।’
রিয়াল মাদ্রিদকে হারিয়েই মৌসুমের প্রথম শিরোপা স্প্যানিশ সুপার কাপ জেতে বার্সেলোনা। কোপা দেল রে’তে ব্যর্থ বার্সার সামনে এখন লা লিগা। জাভি বলেন, ‘সুপার কাপের পর যদি আমরা লা লিগা জিতি, তবে বলতে পারি আমাদের ভালো মৌসুম কেটেছে।’
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, যোগ্য দল হিসেবেই ফাইনালে পৌঁছেছে তার দল। আনচেলত্তি বলেন, ‘অসাধারণ একটি ম্যাচ খেললাম আমরা। ফলাফলটা আমাদের প্রাপ্য ছিল। দ্বিতীয়ার্ধে খুব ভালো খেলেছি আমরা। বেশ কঠিন একটি ম্যাচ হয়েছে। আমরা সুযোগ কাজে লাগিয়ে ভয়ানক পরিস্থিতি তৈরি করেছি।’ আনচেলত্তি বলেন, ‘আক্রমণ কিংবা রক্ষণÑ সবখানে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছি আমরা।’