ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় দুই এনজিও কর্মী আহত

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় দুই এনজিও কর্মী আহত

প্রথম  নিউজ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে প্রতিপক্ষের হামলায় অগ্রসর সমবায় সমিতি নামে স্থানীয় এক এনজিও‘র দুই কর্মী আহতের ঘটনা ঘটেছে।

রবিবার (২ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় মধুখালী উপজেলার বাগাট এলাকায় এ ঘটনা ঘটেছে। হামলায় আহতরা হলেন- অগ্রসর সমবায় সমিতি পরিচালক মো. মিলন শেখ ও কর্মী মো. মোতালেব শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাগাট এলাকায় অবস্থিত অগ্রসর সমবায় সমিতি পরিচালক মো. মিলন শেখের সঙ্গে পাশের কোরকদী ইউনিয়নের নির্মাণ শ্রমিক মো. ইমদাদুলের বিরোধ চলে আসছিল।

রবিবার দুজনের মধ্যে সামান্য বিষয় নিয়ে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যার দিকে প্রতিপক্ষ ইমদাদুলসহ ৪-৫ জন হামলা চালিয়ে মো. মিলন শেখ ও মো. মোতালেব শেখকে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান, এনজিওটির পরিচালক মো. মিলন শেখের সঙ্গে একই উপজেলার কোরকদী এলাকার নির্মাণ শ্রমিক মো. ইমদাদুলের বিরোধ চলে আসছিল। রবিবার দুপুরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সন্ধ্যার দিকে ৫-৬ জন হামলা চালিয়ে মো. মিলন শেখ ও মো. মোতালেব শেখকে আহত করে। আহতরা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।