ফরিদপুরে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

প্রথম নিউজ, ফরিদপুর : ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যু হয়।

এ জেলায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬১ জন। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটিকানাইপুর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী চম্পা বেগম (৪০) ও বোয়ালমারী উপজেলার বেড়াদী গ্রামের রিয়াজুল হোসেনের স্ত্রী শাপলা (২৬)। চম্পা গতকাল রোববার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে ভর্তি হন। ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান তিনি। শাপলা গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভর্তি হয়ে মারা যান দিবাগত রাত সাড়ে ৩টার দিকে।

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩১৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২৪ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ১১ হাজার ৭৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে প্রায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যাচ্ছেন।