ফেনী পৌর বিএনপির আহ্বায়ককে পিটিয়ে জখম
প্রথম নিউজ, ফেনী : ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেনকে (৬০) এলোপাতাড়ি পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সদর হাসপাতাল সড়কের বরিঞ্চি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত দেলোয়ার হোসেন ফেনী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন অভিযোগ করে বলেন, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন তার ছেলের বিয়ে উপলক্ষে আত্মীয় ও বন্ধুদের দাওয়াত দিয়ে রাতে বাসায় ফিরছিলেন। তিনি সদর হাসপাতাল সড়কের সিএনজি ফিলিং পাম্পের কাছাকাছি বিরিঞ্চি এলাকায় পৌঁছালে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা তার গতি রোধ করে তাকে এলোপাতাড়ি পেটানো শুরু করে। সন্ত্রাসীরা রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে তার মাথায় কুপিয়ে তাকে জখম করে এবং শরীরের বিভিন্ন জায়গায় কিল, ঘুষি ও লাথি মারে। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ ইকবাল বলেন, আহত অবস্থায় এক ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এ হামলার জন্য স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দায়ী করেন। তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের তালিকা করে আওয়ামী লীগের দুর্বৃত্তরা হত্যার মিশনে নেমেছে। তারা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর অব্যাহত রেখেছে। প্রতিটি রক্তকণার বদলা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘ফেনী-২ আসনের সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপির বাড়িতে ক্যাডার দিয়ে পাহারা বসিয়ে রেখেছে। বিজয় দিবস উপলক্ষে তিনি যেন বাড়িত না ঢুকতে পারেন যে জন্য সন্ত্রাসীরা অস্ত্রহাতে মহড়া দিচ্ছেন। এছাড়াও বিভিন্ন সময় তার বাড়িতে হামলা ভাঙচুর ও বোমা নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা।’ এদিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব বলেন, ‘পৌর বিএনপির আহ্বায়কের উপর হামলার বিষয়ে তিনি অবগত নয়। তিনি এই প্রতিবেদকের কাছ থেকে মাত্র জানলেন। তিনি দাবি করেছেন, হামলার সাথে যুবলীগ জড়িত নয়।’ ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, তিনি হামলার ঘটনার কথা মৌখিকভাবে শুনেছেন, তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews