ফেনীতে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনীতে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

প্রথম নিউজ, ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাবেক সেনা কর্মকর্তাসহ তিন সিএনজি অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনাকল্যাণের চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৫৯) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৮), একই গ্রামের আবদুল কাদেরের পুত্র সিএনজি অটোরিকশা চালক মনা মিয়া (৩০)।

নিহত আবু তাহেরের ভাই, ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, তার ভাই ও ভাইয়ের স্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা নিহত হন। সাদেক হোসেন আরও বলেন, বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি গাড়ি সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পুলিশ নিহতদের উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ফাজিলপুর হাইওয়ে (মুহুরীগঞ্জ) থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, ঘটনার সময় নিজকুঞ্জরা ইউটার্ন দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু তাহেরসহ তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এবং পরবর্তীতে লাশ মর্গে পাঠানো হয়েছে।