ফুটবলে ফিরছে ব্রাদার্স ইউনিয়ন
এক মৌসুম পর পুনরায় ঘরোয়া ফুটবলে ফিরছে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন
প্রথম নিউজ, ডেস্ক : এক মৌসুম পর পুনরায় ঘরোয়া ফুটবলে ফিরছে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিবে গোপীবাগের দলটি। ইতোমধ্যে চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব লাইসেন্সিং সম্পন্ন করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশীপ লিগের দলবদল একসঙ্গে চলমান। প্রিমিয়ার লিগের দলবদল ৭ নভেম্বর পর্যন্ত চললেও দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশীপ লিগে খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা ৩১ অক্টোবর। এক মৌসুম পর এসে ব্রাদার্স ইউনিয়ন পুনরায় প্রিমিয়ারে উঠার জন্যই দল গোছানোর চেষ্টা করেছে। দলটির দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় দলের সাবেক গোলরক্ষক কোচ মিলন মোল্লাকে।
বাংলাদেশের ফুটবলে তৃতীয় শক্তি ও তারুণ্যের প্রতীক ছিল ব্রাদার্স ইউনিয়ন। ১৯৭৫ সালে ঘরোয়া ফুটবলে শীর্ষ পর্যায়ে কমলা জার্সির পদার্পণ। এরপর ৪৫ বছর দেশের ফুটবলের শীর্ষ পর্যায়ে ছিল। ২০২০-২১ মৌসুমে ব্রাদার্স প্রিমিয়ার থেকে রেলিগেটেড হয়। নিয়ম অনুযায়ী ২০২১-২২ পরের মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ খেলার কথা। নানা কারণে গতবার চ্যাম্পিয়নশিপ লিগ খেলেনি ব্রাদার্স।
ফলে গত মৌসুমে ফুটবল থেকে ব্রাদার্স ইউনিয়ন বিচ্ছিন্ন ছিল।
এক মৌসুম পর সরাসরি চ্যাম্পিয়নশিপ লিগ খেলবে ঐতিহ্যবাহী ক্লাবটি। ব্রাদার্সের সঙ্গে সরাসরি চ্যাম্পিয়নশিপ লিগ খেলার সুযোগ পাচ্ছে গোপীবাগের আরেকটি দল লিটল ফ্রেন্ডস। একই এলাকায় দুই ক্লাব হওয়ায় দুই ক্লাবের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাও রয়েছে।
লিটল ফ্রেন্ডস জুনিয়র ডিভিশন লিগের ক্লাব। বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগে সিনিয়র ডিভিশন থেকে উত্তীর্ণ হওয়া ছাড়াও সরাসরি আবেদনের মাধ্যমে খেলার সুযোগ রয়েছে। জুনিয়র ডিভিশনের ক্লাব ছাড়াও নতুন অনেক ক্লাবও এই সরাসরি খেলার সুযোগ গ্রহণ করছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews