পল্টনে ককটেল বিস্ফোরণে কিশোর আহত

 পল্টনে ককটেল বিস্ফোরণে কিশোর আহত

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর নয়াপল্টনে ককটেল বিস্ফোরণে সানি (১৬) নামে এক কিশোর আহত হয়েছে।

শনিবার (১১ মে) দুপুর পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আলী জানান, নয়াপল্টনে হোটেল মিডওয়ের পিছনে ককটেল বিস্ফোরণ হয়। এতে সানি নামে এহজন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, আহতের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানা বদ্দারহাট এলাকায়। তার বাবার নাম টিটু মিয়া।