প্রেসক্লাবের সামনে মশারি টাঙিয়ে প্রতিবাদ এক তরুণীর

নিলুফা ইয়াসমিন জলবায়ু পরিবর্তন বিষয়ক জনসচেতনতা সৃষ্টিতে লাল সবুজ সোসাইটি নামক সংগঠনের সদস্য তিনি। মূলত বর্তমান ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মশারির মধ্যে ঢুকে বসে আছেন তিনি। 

প্রেসক্লাবের সামনে মশারি টাঙিয়ে প্রতিবাদ এক তরুণীর

প্রথম নিউজ, ঢাকা: বর্তমান ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মশারির মধ্যে ঢুকে বসে আছেন এক তরুণী। আজ সোমবার জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে গি‌য়ে দেখা যায়। ফুটপাতেই মশারি টাঙিয়ে একাই বসে আছে নিলুফা ইয়াসমিন না‌মের তরুণী (২০)। তিনি একজন শিক্ষার্থী। তার মশারির বাহিরে আরও কয়েকজন শিক্ষার্থী, তাদের হাতে জনসচেতনতামূলক নানান প্ল্যাকার্ড।

প্রেসক্লাবের সামনে ব্যস্ত সড়কের পাশে দিন দুপুরে একজন নারী মশারি টাঙিয়ে তারমধ্যে বসে আছে, এমন এক চিত্র দেখে সড়কে চলাচলকারী পথচারী, গণপরিবহনের যাত্রী সবার দৃষ্টি গিয়ে ঠেকছে ফুটপাতে টাঙানো সেই মশারির দিকে। আরও ভালোভাবে দৃষ্টি দিলেই দেখা যাচ্ছে এই মশারির মধ্যে এক তরুণী বসে আছেন। আর তখন সাময়িক সময়ের জন্য হলেও সবার দৃষ্টি সেখানেই গিয়ে আটকাচ্ছে।

নিলুফা ইয়াসমিন জলবায়ু পরিবর্তন বিষয়ক জনসচেতনতা সৃষ্টিতে লাল সবুজ সোসাইটি নামক সংগঠনের সদস্য তিনি। মূলত বর্তমান ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মশারির মধ্যে ঢুকে বসে আছেন তিনি। 

তার আশেপাশে দাঁড়ানো কয়জন তরুণ তরুণীর হাতে একেক রকমের জনসচেতনামূলক বার্তা সম্মিলিত প্ল্যাকার্ড। সেখানে লেখা, ‘জমা পানি ফেলে দিন, এডিস মশা জন্মে সেখানে’। ‘ফুলের টব, ফ্রিজের নিচে পানি কোনভাবেই জমতে দেওয়া যাবে না’। ‘ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হোন, ডেঙ্গু থেকে বাঁচতে নিয়মিত মশারি টাঙাতে হবে’... এমন নানান প্ল্যাকার্ড শোভা পাচ্ছে তাদের হাতে।

মশারির ভিতরে থেকেই নিলুফা ইয়াসমিন বলেন, ‘মূলত আমি মশারির মধ্যে ঢুকে আছি, এটা একটি প্রতীকী বিষয়। এর মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাই। সবাই যদি মশারি টাঙিয়ে ঘুমায় তাহলে ডেঙ্গু থেকে অনেকইটাই মুক্তি পেতে পারি আমরা। তাই বলে মশারিই যে ডেঙ্গু প্রতিরোধে একমাত্র উপয় তা নয়। বরং আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, সেই অনুযায়ী কাজ করি তাহলে আমরা ডেঙ্গু থেকে অনেকটাই নিরাপদে থাকতে পারবো। মূলত এই কারণেই সচেতনতা সৃষ্টি করতে আমি ফুটপাতে মশারি টাঙিয়ে বসেছি।’

এমন অভিনব জনসচেতনতামূলক কর্মসূচিতে লাল সবুজ সোসাইটি নামক সংগঠনের পক্ষে এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য হারুনুর রশিদ, আজমাইন তালহা, সানজিদা সেতু প্রমুখ।