প্রীতম-এলিটাকে সঙ্গে নিয়ে কীসের আভাস দিলেন জয়া

প্রীতম-এলিটাকে সঙ্গে নিয়ে কীসের আভাস দিলেন জয়া

প্রথম নিউজ, অনলাইন: প্রীতম হাসান ও এলিটা করিম দু’জনই সংগীতশিল্পী। ফলে তারা এক হওয়াই স্বাভাবিক। কিন্তু তাদের সঙ্গে যদি জয়া আহসান যুক্ত হন তবে সেটি ভাবনার বিষয়। আজ (২০ জানুয়ারি) সকালে অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে তার সঙ্গে দেখা যাচ্ছে এ সময়ের অন্যতম জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী এলিটা করিম ও প্রীতম হাসানকে। ছবিটির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘প্রীতম এবং এলিটার সাথে কাজ করতে পেরে খুবই এক্সাইটেড। আশা করছি আমরা খুব শিগগিরই আপনাদের সঙ্গে একটি দারুণ চলচ্চিত্র শেয়ার করতে পারব।'

জয়া আহসানের এই পোস্টটি ঘিরে এরইমধ্যে আগ্রহ তৈরি হয়েছে এই তারকার ভক্তদের মধ্যে। তবে কি ধরনের কাজে জয়া-এলিটা ও প্রীতম একসঙ্গে হাজির হবেন তা অনেকটা রহস্য হিসেবেই রাখা হয়েছে। জয়া তার স্ট্যাটাসে ফিল্ম শব্দটি দিয়ে ঠিক কি বুঝিয়েছেন তা কিছুই খোলাশা করেননি।

সেই একই ছবি রবিবার (১৯ জানিয়ারি) শেয়ার করেছিলেন প্রীতম। তিনিও উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছিলেন, ‘এই মাসের শেষের দিকে আসতে যাচ্ছে নতুন গান। সামনের কয়েকটি দিন এলিটা করিম ও জয়া আহসানের সঙ্গে খুব রোমাঞ্চকর সময় কাটবে।’ একসঙ্গে এই তিন তারকাকে দেখে উচ্ছ্বাসিত তাদের ভক্তরাও। তাদের মতে, হয়ত দারুণ কিছু নির্মাণ হতে যাচ্ছে।