প্রতিপক্ষের আঘাতে বীর মুক্তিযোদ্ধা নিহত

শনিবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিপক্ষের আঘাতে বীর মুক্তিযোদ্ধা নিহত

প্রথম নিউজ, জামালপুর: জামালপুরের ইসলামপুরে বাড়ির উঠান থেকে বৃষ্টির পানি বের করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে সাদেক আলী (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় চার জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী ওই এলাকার মৃত বাবর আলী শেখের ছেলে। তিনি ইসলামপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। সর্বশেষ তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বৃষ্টির পর নিজ উঠানে জমে থাকা পানি বের করে দেওয়ার চেষ্টা করেন সাদেক আলী। এসময় প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে প্রতিপক্ষ দুখু (৪২), আরিফ (২৫), রুবেল (৩০), ছোটন (৩০), লাজু (৩৫) ও মাহমুদুল (২০) সাদেক আলীর ওপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কিলঘুষিতে জ্ঞান হারিয়ে ফেলেন সাদেক আলী। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।