পানিতে ডুবছে ফসল, স্লুইসগেট খুলে দেওয়ার আবেদন
রোববার (২০ আগস্ট) উপজেলার নারুয়া ইউনিয়নের চার গ্রামের কৃষকদের পক্ষে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন দেন বিলকাতলী গ্রামের সোহাগ বিশ্বাস।
প্রথম নিউজ, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দির টেডালা ও গড়িয়া নামের দুই বিলে বৃষ্টির পানি জমে ৫০ একর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আর সেই ফসল রক্ষার্থে স্লুইসগেট খুলে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন কৃষকরা।
রোববার (২০ আগস্ট) উপজেলার নারুয়া ইউনিয়নের চার গ্রামের কৃষকদের পক্ষে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন দেন বিলকাতলী গ্রামের সোহাগ বিশ্বাস।
অভিযোগে বলা হয়, নারুয়া ইউনিয়নের চষাবিলা, বিলকাতলী, বাজেগড়িয়া, ঘিকমলা গ্রামের কৃষকদের টেডালা ও গড়িয়া বিলে প্রায় ৫০ একর কৃষি জমি রয়েছে। বর্তমানে উক্ত বিলে ধান রয়েছে যা এখনো কাটার উপযোগী হয়নি। সম্প্রতি বৃষ্টির পানিতে বিলে থাকা ধানগুলো ডুবতে শুরু করেছে। এলাঙ্গীডাঙ্গা গ্রামের কালু নামের এক ব্যক্তির বাড়ি সংলগ্ন একটি স্লুইসগেট রয়েছে যেটি খুলে দিলেই দুটি বিলের পানি বের হয়ে যাবে। কিন্তু কালু ও আরও ১০/১৫ জন ব্যক্তি বিলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় তারা স্লুইসগেট খুলে দিতে বাধা দেন। একই সঙ্গে আমাদের নানা ধরনের হুমকিও দেন।
বিলকাতলী গ্রামের সোহাগ বিশ্বাস বলেন, টেডালা বিলে আমার পাঁচ একর কৃষি জমি রয়েছে। উক্ত জমিতে বর্তমানে আমন, ৭১, ৭৫ ও ধানীগোল্ড জাতের ধান রয়েছে। এখনো কাটার উপযোগী হয়নি। চলতি মাসের বৃষ্টিতে বিলে পানি জমে খানগুলো তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমরা এলাকাবাসী স্লুইসগেট খুলে দেওয়ার জন্য গেলেও স্থানীয় কালুসহ মাছ শিকারের সঙ্গে জড়িতরা বাধা সৃষ্টি করছে।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কৃষকের ক্ষতি করে কারো স্বার্থসিদ্ধির সুযোগ নেই। বিষয়টি ক্ষতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।