প্রথম নিউজ, খেলা ডেস্ক: চেলসির হয়ে বদলি হিসেবে অভিষেক হয়েছিল আগের ম্যাচেই। এবার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমবার শুরুর একাদশে জায়গা পেয়েই বাজিমাত করলেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। নিজের সাবেক ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে জোড়া গোল করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলেন ইংলিশ জায়ান্টদের। মঙ্গলবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারায় চেলসি। এর মাধ্যমে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বারের মতো ফাইনালে উঠল তারা।
ম্যাচের ১৮ মিনিটেই চেলসিকে এগিয়ে দেন জোয়াও পেদ্রো। সাবেক ক্লাবের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে বল জড়ান জালে। গোলের পর উদযাপন না করে দুই হাত তুলে ক্ষমা চেয়ে নেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ফ্লুমিনেন্স। হারকিউলিসের শট চেলসি গোলরক্ষককে পরাস্ত করলেও গোললাইন থেকে বল ফিরিয়ে দেন মার্ক কুকুরেয়া। এরপর চেলসির এক ডিফেন্ডারের হাতে বল লাগায় পেনাল্টির দাবি ওঠে। তবে ভিএআরের পর তা বাতিল হয় অনিচ্ছাকৃত হ্যান্ডবল হিসেবে।
দ্বিতীয়ার্ধে ফিরে আবারও জ্বলে ওঠেন পেদ্রো। ৫৫ মিনিটে এনজো ফার্নান্দেজের থ্রু বল পেয়ে ডি-বক্সে ঢুকে কোণাকুণি শটে বল পাঠান জালে। ক্রসবারে লেগে বল গোললাইন পার হওয়ার পর এবারও দুই হাত তুলে সংযত উদযাপন করেন তিনি।
বাকি সময়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ফ্লুমিনেন্স। তবে গোলের দেখা পায়নি তারা। শেষ মুহূর্তে ইনজুরিতে পড়েন চেলসির মিডফিল্ডার ময়েসেস কায়কেদো। তবে ফাইনালের আগে এটিই একমাত্র দুশ্চিন্তার কারণ ব্লুজদের জন্য।
ফিফার টিকিট মূল্য কমিয়ে আনার সিদ্ধান্তে সেমিফাইনালে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ৭০ হাজার ধারণক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামে মাত্র ১০-১৫ শতাংশ আসন ফাঁকা ছিল।
চেলসির পরবর্তী প্রতিপক্ষ নির্ধারিত হবে বুধবার রাতের দ্বিতীয় সেমিফাইনালে, যেখানে মুখোমুখি হবে ফরাসি ক্লাব পিএসজি ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রবিবার রাতে।