পদ্মায় ধরা পড়লো ২৭ কেজির বাঘাইড়, ৩৫ হাজারে বিক্রি
আজ রোববার ভোর ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে নুরাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
প্রথম নিউজ, রাজবাড়ী: রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের বিশাল আকৃতির এক বাঘাইড় মাছ।
আজ রোববার ভোর ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে নুরাল হালদারের জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া বাজারের কেসমত মোল্লার মাছের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩৫ হাজার ১০০ টাকায় মাছটি কিনেন ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
জেলে নুরাল হালদার বলেন, বেশ কিছুদিন ধরে নদীতে জাল ফেলে বড় কোনো মাছ না পাওয়ায় হতাশা কাজ করছিল। ভোরে পদ্মায় ফেলা জাল টেনে তুলতেই দেখি বিশাল আকৃতির বাঘাইড় মাছ আটকা পড়েছে। দৌলতদিয়ার আড়তে নিয়ে মাছটি বিক্রি করি। মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে কেসমত মোল্লার আড়ত থেকে নিলামের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনেছি। ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখেছি। সামান্য লাভে মাছটি বিক্রি করে দেবো।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান বলেন, বর্তমানে পদ্মা নদীর পানির কমেছে। যে কারণে বড় বড় মাছও ধরা পড়বে। বিভিন্ন সময় নদীতে সরকারের নির্দেশনা সফলভাবে পালিত হওয়ায় এখন বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলেরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। তবে নদীতে স্থায়ীভাবে অভয়াশ্রম তৈরি করা গেলে মাছের বংশ বৃদ্ধি ঘটবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews