পাকিস্তানে পাহাড় থেকে গাড়ি পড়ে মৃত্যু ২২ আরোহীর
বালোচিস্তানের ডেপুটি কমিশনার হাফিজ মহম্মদ কাশিম জানিয়েছেন, আখতারজাই এলাকায় পাহাড়ের উপর থেকে পড়ে যায় গাড়িটি
প্রথম নিউজ, ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনা ঘটলো পাকিস্তানে। পাহাড়ের খাদে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। অনুমান করা হচ্ছে গাড়িতে থাকা কেউই আর বেঁচে নেই। বালোচিস্তানে পাহাড় থেকে প্রায় একশো ফুট নীচে গাড়ি পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পাহাড়ি রাস্তায় একটি বাঁক নিতে গিয়ে টাল সামলাতে পারেনি গাড়িটি। তার ফলেই দুর্ঘটনা। পাকিস্তানের একটি সংবাদপত্র মারফত জানা গিয়েছে, প্যাসেঞ্জার ভ্যানটি জোব এলাকার দিকে রওনা হয়েছিল। ২৩ জন আরোহী ছিলেন ওই ভ্যানটিতে। পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভ্যানটি। তার ফলেই প্রায় একশো ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। ২২ জনের মৃতদেহ খুঁজে পায় উদ্ধারকারী দল। আহত অবস্থায় এক কিশোরকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
বালোচিস্তানের ডেপুটি কমিশনার হাফিজ মহম্মদ কাশিম জানিয়েছেন, আখতারজাই এলাকায় পাহাড়ের উপর থেকে পড়ে যায় গাড়িটি। মৃতদের মধ্যে রয়েছেন ৫ জন মহিলা এবং পাঁচ শিশু। তবে এখনও উদ্ধারকাজ চলছে বলে জানা গিয়েছে। আরও কেউ রয়েছেন কিনা সেই খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রসঙ্গত, এই অঞ্চলে পাহাড়ি রাস্তা খুবই দুর্ঘটনা (Pakistan Accident) প্রবণ। প্রতি বছরই বালোচিস্তানে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে।
এই ঘটনার কথা শুনে শোকপ্রকাশ করেছেন পাক প্রেসিডন্ট আরিফ আলভি। মৃতদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করে তিনি বলেছেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা আটকাতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যাতে দুর্ঘটনা এড়ানো যায়। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জানিয়েছেন, আহতদের উপযুক্ত চিকিৎসা করানোর দায়িত্ব নিতে হবে আধিকারিকদের। সচেতন থাকতে হবে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। তার জন্য সঠিক ব্যবস্থা নিতে হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews