পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সহজ জয়

মাঠের খেলায় একপেশে লড়াইয়ে পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে চলতি বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেলো ভারত।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সহজ জয়

প্রথম নিউজ, খেলা ডেস্ক: বিশ্বকাপের ম্যাচ, মাঠে হাজির ১ লাখের বেশি দর্শক। লড়াইটা ভারত-পাকিস্তানের বলে উত্তাপটাও বেশি। তবে যাবতীয় সব রোমাঞ্চ মাঠের বাইরেই থাকলো। মাঠের খেলায় একপেশে লড়াইয়ে পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে চলতি বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেলো ভারত।

আজ মাত্র ৩৬ রানে ৮ উইকেট হারিয়ে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। লক্ষ্য তাড়ায় শুরুতে শুবমন গিল ফিরলেও অধিনায়ক রোহিত শর্মার ৬৩ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংসে ১৯.৩ ওভার বাকি থাকতেই জিতে যায় ভারত। ৫৩ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস আয়ার। 

শুরুতেই শাহীনের শিকার, ফিরলেন গিল

বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে ভালো শুরু পেয়েছিলেন শুবমন গিল। এরপর শাহীনের বলে ক্যাচ হয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ১১ বলে ১৬ রানের ইনিংস। 

৩৬ রানে ৮ উইকেট হারিয়ে ১৯১ রানে অলআউট পাকিস্তান 

১৫৫ রানে বাবর আজম ফেরার পর আচমকাই ড্রেসিংরুমে ফেরার মিছিল শুরু করেন পাকিস্তানের ব্যাটাররা। মাত্র ৩৬ রানে ৮ উইকেট হারিয়ে ১৯১ রানে অলআউট হলো দলটি।

রিজওয়ানও ফিরে গেলেন, বিপাকে পাকিস্তান 

১১ রানের মধ্যে বাবর আজমসহ ৩ উইকেট হারানোর পর পাকিস্তানের শেষ ভরসা ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ভারতীয় পেসার জাসপ্রীত বুমরহার বলে তিনিও ফিরে গেলে বিপাকে পড়েছে পাকিস্তান।ফেরার আগে ৬৯ বলে ৪৯ রান করেন তিনি। 

কুলদীপের জোড়া আঘাত, ১১ রানের মধ্যে ৩ উইকেট নেই পাকিস্তানের 

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জুটি জমে উঠেছিল। কিন্তু ৫০ রান করা বাবরকে ফিরিয়ে তাদের ৮২ রানের জুটি ভাঙেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এরপর এক ওভারেই সৌদ শাকিল ও ইফতিখার আহমেদকে ফিরিয়ে দেন লেগ স্পিনার কুলদীপ যাদব। মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে আচমাক চাপে পড়েছে পাকিস্তান। 

ইমামকে ফেরালেন হার্দিক

দলীয় ৭৩ রানে দ্বিতীয় উইকেট হারালো পাকিস্তান। ১২.৩ ওভারে ইমাম উল হককে ফেরালেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় পেসারের ডেলিভারি কেএল রাহুলের হাতে তুলে দেয়ার আগে ৩৮ বলে ৩৬ রান করেন পাকিস্তানি ওপেনার। ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৭৪ রান।

প্রথম আঘাত মোহাম্মদ সিরাজের

পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন মোহাম্মদ সিরাজ। ৮ম ওভারের শেষ বলে আব্দুল্লাহ শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেললেন ভারতীয় পেসার। ক্রিজ ছাড়ার আগে ২৪ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শফিক।

সাবলীল ব্যাটিং পাকিস্তানের

ভারতীয় বোলারদের মোকাবিলায় সাবলীলভাবে ব্যাট করছেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং ইমাম উল হক। ৬ ওভার শেষে দুই ব্যাটার মিলে ২৮ রান তুলেছেন স্কোরবোর্ডে। 

বাবরদের ব্যাটিংয়ে পাঠালেন রোহিত

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুপুর আড়াইটায় আহমেদবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ইতোমধ্যে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।  

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।

পাকিস্তান একাদশ
ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি এবং হারিস রউফ।