পাকিস্তানের বিপক্ষে সাকিবের সেঞ্চুরি 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের মধ্যকার চারদিনের ম্যাচ চলছে গত রোববার (৩০ এপ্রিল) থেকে

পাকিস্তানের বিপক্ষে সাকিবের সেঞ্চুরি 

প্রথম নিউজ, ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের মধ্যকার চারদিনের ম্যাচ চলছে গত রোববার (৩০ এপ্রিল) থেকে। আজ (৩ মে) শেষ দিনের খেলায় ব্যাট করছেন স্বাগতিকরা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২৭১ রানে এগিয়ে ছিল পাকিস্তান। সেই রান টপকে রান তোলার লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে নামা শাহরিয়ার সাকিবের দল এখন পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৬২ রান তুলেছে। সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক সাকিব।

এর আগে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৬৬ রান সংগ্রহ করে। পাকিস্তানের চেয়ে ১০৫ রানে পিছিয়ে থেকে শেষ দিনে ব্যাট করতে নামেন সাকিবরা।

আজ দিনের শুরুতেই মাত্র ১০ রান করেই আকন্দ শেখ ফিরে যান। এরপর জাকারিয়াকে সঙ্গে নিয়ে অর্ধশতক তুলে নেন সাকিব। এই দুই ব্যাটার মিলে দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন। এরপর ব্যক্তিগত ২৩ রানে ফিরে যান জাকারিয়াও। সিয়ামকে সঙ্গে নিয়ে পরবর্তীতে সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। তার সেঞ্চুরির পরই চট্টগ্রামের মাঠে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির বাধা শেষে ব্যাট করতে নেমেই টাইগার শিবিরে পাকিস্তানের আঘাত। ১০৬ রানে ব্যাট করতে থাকা সাকিবকে ফিরিয়ে দেন আলী আশফান্দ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৬২ রান। পাকিস্তানের লিড পেরোতে আরও ৯ রান দরকার টাইগারদের

এর আগে পাকিস্তান যুবাদের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৭৪ রান করেন ওপেনার শাহজাইব খান। আরেক ব্যাটার ওবাইদ শহীদ করেন ৬৭ রান। তাদের ব্যাটে চড়ে ৪২০ রান তোলে সফরকারীরা। বাংলাদেশের হয়ে ওয়াসি সিদ্দিকী সর্বোচ্চ ৫ উইকেট এবং ৪ উইকেট নেন মোহাম্মদ ইকবাল হাসান ইমন। প্রথম ইনিংসে আগে ব্যাট করা বাংলাদেশ মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায়।